fbpx

মেসির সম্মানে বার্সার দশ নম্বর জার্সি তুলে রাখতে বললেন রোনালদিনিও

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বার্সেলোনার হয়ে ১০ নম্বর জার্সি পড়ে খেলেন লিওনেল মেসি, সে কথা সবার জানা। তবে বার্সেলোনা ছাড়ার পর, সেটা অবসর হোক কিংবা দলবদল -মেসির সম্মানার্থে বার্সার ১০ নম্বর জার্সিটা তুলে রাখতে বলেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনিও। গণমাধ্যমে এ কথা জানান তিনি।

মেসির সম্মানে বার্সার দশ নম্বর জার্সি তুলে রাখতে বললেন রোনালদিনিও

ছবি: সংগৃহীত

২০০৪ সালে বার্সেলোনার মূল দলে সুযোগ পাওয়ার পর গত ১৭ বছরে কখনোই ফ্রি-এজেন্ট হননি লিওনেল মেসি। এবার সেই রেকর্ড ভেঙ্গেছে। কাতালানদের আর্থিক দুরবস্থার কারণে মেসির সঙ্গে নিয়মিত বেতনে চুক্তি করতে পারেনি তারা। বাধ্য হয়েই মেসিকে অর্ধেক বেতনের প্রস্তাব দিয়েছিল। প্রিয়তম ক্লাবের প্রতি ভালবাসা থেকে সেই প্রস্তাব লুফে নিয়েছেন লিওনেল মেসি। তবে এখনো কোনো আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেননি কোনোপক্ষই। ভক্তদের সকল ভয় উড়িয়ে দিলেন রোনালদিনিও।

মেসির সম্মানে বার্সার দশ নম্বর জার্সি তুলে রাখতে বললেন রোনালদিনিও

একসঙ্গে বার্সা জার্সি মাতাতেন রোনালদিনিও-মেসি। ছবি: সংগৃহীত

সাবেক বার্সেলোনা তারকা রোনালদিনিও বার্সাতে ১০ নম্বর জার্সি পড়েই খেলতেন। তার সহায়তায় বার্সা ক্যারিয়ারের প্রথম গোল করেন মেসি। সেই রোনালদিনিও তুতোমার্সেতোতে মেসির সম্মানে বার্সার ১০ নম্বর জার্সি তুলে রাখার কথা জানালেন। তিনি বলেন, ‘সে থাকবেই। আমার অনেকদিনের আশা সে যখন বার্সেলোনা ছাড়বে, তার সম্মানে দশ নম্বর জার্সিটা তুলে রাখবে ক্লাব। সে জার্সি আর কেউই শরীরে জড়াবে না।’

Advertisement
Share.

Leave A Reply