fbpx

মেসি এবং বার্সার একসাথে পথচলার সমাপ্তি!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

লিওনেল মেসি এবং বার্সেলোনার ১৭ বছরের পথচলার সমাপ্তি হলো ৭ আগস্ট। দুই পক্ষের ভেতর সবকিছু ঠিক থাকলেও বৃহস্পতিবার হঠাৎ করেই ঘোষণা আসে বার্সেলোনার জার্সিতে আর দেখা যাবে না আর্জেন্টাইন  অধিনায়ককে।

বার্সা এবং মেসির মধ্যে নতুন পাঁচ বছরের চুক্তি স্বাক্ষরিত হচ্ছে তা জানা গিয়েছিল বেশ কিছুদিন আগেই। আজই সেই চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা থাকলেও হয়েছে তার উল্টোটা। স্প্যানিশ লা লিগার অর্থনৈতিক নিয়ম নীতির ফাঁদে পড়ে ভেস্তে গেছে সেই চুক্তি ফলে ক্লাব ছাড়তে হচ্ছে লিওনেল মেসিকে।

বার্সা এবং মেসির মধ্যেকার সম্পর্ক ছিল অত্যন্ত মজবুত এবং প্রায় অবিচ্ছিন্ন। গত বছর থেকে সেই সম্পর্কে চিড় ধরলেও মেসি শেষ পর্যন্ত বার্সাতেই থাকবেন বলে বিশ্বাস ছিল সবার। ক্লাব এবং খেলোয়াড় দুই পক্ষ আভাসও দিচ্ছিলেন তেমনাটাই। কিন্তু এমন অবস্থায় মেসির বার্সা ছেড়ে যাওয়ার খবর এসেছে বড় শক হয়েই। মেসির নতুন কোনো ক্লাবে যোগ দেওয়ার ব্যাপারেও এখনও জানা যায়নি কিছু।

Advertisement
Share.

Leave A Reply