fbpx

‘মেসি-নেইমার-এমবাপ্পে’ একসাথে এবারই প্রথম

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ইন্টারন্যাশনাল ম্যাচের ব্রেকের পর মাঠে ফিরলো ইউরোপিয়ান ফুটবল। সোমবার রাত পৌনে একটায় ঘরের মাঠ দেস প্রিন্সেসে লিগ ওয়ানের লিগ টেবিলের ষোলতে থাকা লরিয়েন্টের মুখোমুখি হয়েছিলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই।

বড় তিন তারকা লিওনেল মেসি, নেইমার জুনিয়র এবং কিলিয়ান এম্বাপ্পেদের গোলে সফরকারীদের গোল বন্যায় ভাসিয়েছে স্বাগতিক পিএসজি। দুটি করে গোল করেছেন নেইমার এবং এম্বাপ্পে। একটি গোল এসেছে আর্জেন্টাইন ক্ষুদে জাদুকরের পা থেকে।

ম্যাচের ১২ মিনিটে পিএসজিকে এগিয়ে দেন নেইমার। ২৮ মিনিটে লিড দ্বিগুণ করেন এমবাপ্পে৷ প্রথমার্ধে ২-০ তে পিছিয়ে থাকার পর ৫৬ মিনিটে একটি গোল শোধ করে লরিয়েন্ট৷ ৬৭ মিনিটে আবারো লিড বাড়ান এম্বাপ্পে৷

ছয় মিনিট পর মেসির গোলে ৪-১ এর লিড পায় পিএসজি। খেলার শেষ মুহুর্তে, ৯০ মিনিটে নেইমারের গোলে ৫-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

মেসি পিএসজিতে যোগ দিয়েছেন গতবছর। এবারই প্রথম এই ত্রয়ীর সবাই একসাথে একই ম্যাচে গোল পেয়েছেন৷

Advertisement
Share.

Leave A Reply