fbpx

মেয়াদ শেষ হলে থাকছে না নিজ ব্যাংকে পরিচালক হওয়ার সুযোগ  

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চাকরির মেয়াদ শেষ হয়ে যাবার পর কোনো কর্মকর্তা নিজের ব্যাংকে কখনোই পরিচালক হতে পারবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের (বিআরপিডি) জারি করা একটি প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন এই নির্দেশনা দেওয়া হয়।

যেখানে বলা হয়েছে, ‘নিয়মিত বা চুক্তিভিত্তিক কর্মকর্তা অবসর বা অব্যহতি বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর কখনোই একই ব্যাংকের পরিচালক হিসেবে নিযুক্ত হওয়ার যোগ্য হবেন না।‘

নির্দেশনায় আরও বলা হয়, ব্যাংকের কোনো সাবেক কর্মকর্তা অবসরে যাওয়ার বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পাঁচ বছর আগে একই ব্যাংকের উপদেষ্টা হতে পারবেন না।

আগের নিয়ম অনুযায়ী, ব্যাংকের প্রাক্তন পরিচালক, প্রধান নির্বাহী বা অন্য কর্মকর্তারা চুক্তির মেয়াদ শেষ হওয়ার এক বছর পরই ওই ব্যাংকের উপদেষ্টা বা পরামর্শক হতে পারতেন।

এই পদক্ষেপের ফলে এই খাতে অনিয়ম কমে আসবে বলে মনে করেন বেসরকারি ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাবেক সভাপতি সৈয়দ মাহবুবুর রহমান।

অনিয়মে জড়িত থাকা কোনো ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক যদি পরিচালক হয়ে ওঠেন, তবে সেটা ধামাচাপা দেওয়ার সুযোগ থাকে। নতুন নিয়মে সেটা সম্ভব হবে না বলে জানান তিনি।

অন্যদিকে বিআরপিডির মহাব্যবস্থাপক নজরুল ইমলাম বলেন,’ এর ফলে ব্যাংক-কোম্পানির পরিচালনা ও ব্যবস্থাপনায় নিরপেক্ষতা নিশ্চিত হবে বলে আমরা মনে করি।‘

তিনি আরও বলেন,কোম্পানির পরিচালনা ও ব্যবস্থাপনায় নিরপেক্ষতা নিশ্চিত করতেই নতুন এই দুটো সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো ওই প্রজ্ঞাপনে পরিচালনা পর্ষদের আগামী সভায় বিষয়টি অবহিত করতে বলা হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply