fbpx

মোজাম্বিকে সন্ত্রাসী হামলা, নিহত ৭

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে জঙ্গি গোষ্ঠী আইএস সংশ্লিষ্ট সংগঠনের হামলায় নিহত হয়েছে অন্তত ৭ জন। আহত হয়েছে আরও অনেকে। হতহত সবাই বিদেশি নাগরিক। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এই তথ্য দিয়েছে।

দেশটির নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে গার্ডিয়ান বলছে, ১৭ টি গাড়ির একটি বহর নিয়ে হামলা করা হয়। সেখানে সাতটি গাড়ি থেকে এ পর্যন্ত ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি গাড়িগুলো চলে গেছে। সেগুলোতে অন্তত ৫০-৬০ জন বিদেশি নাগরিক ছিল।

গত বুধবার, দেশটির কাবো ডেলগাদো প্রদেশের পালমা শহরে আচমকা হামলা চালায় বন্দুকধারী সন্ত্রাসীরা। এতে বেশ কয়েকজন নিহত হয়েছে। প্রাণ বাঁচাতে বাসিন্দারা আশপাশের জঙ্গলে পালিয়ে যেতে বাধ্য হন।

এসময় একটি গ্যাস কারখানার ও স্থানীয় সরকারের কর্মকর্তারা আমারুলা পালমা হোটেলে আশ্রয় নেন।

যেখানে এই হামলা চালানো হয়েছে, সেখানে ফরাসি কোম্পানি টোটালের কয়েক বিলিয়ন ডলারের একটি তরল গ্যাসের প্রকল্প রয়েছে। সেখানে বহু বিদেশি কনট্রাক্টর ও তাদের কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান করছেন। সন্ত্রাসীরা তাদের জিম্মি করে রাখে।

দেশটির নিরাপত্তা বাহিনী আটকে পড়া নাগরিকদের উদ্ধারের চেষ্টা করছে।

Advertisement
Share.

Leave A Reply