fbpx

মোবাইলে যেভাবে পাবেন এইচএসসির ফল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

শনিবার (৩০ জানুয়ারি) ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের মূল্যায়নের ফল প্রকাশ করা হবে। এদিন সকাল সাড়ে ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই ফল প্রকাশ করা হবে জানান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন বলেও উল্লেখ করেন তিনি।

পরীক্ষার এই ফল পেতে এরই মধ্যে প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ফলে ফল ঘরে বসেই শিক্ষার্থীরা এই ফল সংগ্রহ করতে পারবেন। মোবাইল আপারেটর টেলিটক এক বিজ্ঞপ্তি দিয়ে প্রি-রেজিস্ট্রেশন করার আহ্বান জানিয়েছে।

সেখানে বলা হয়, ২০২০ সালের এইচএসসি পরীক্ষার ফলের প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছে। শিক্ষার্থীকে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। প্রি-রেজিস্ট্রেশন করতে HSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নাম দিয়ে স্পেস দিয়ে রোল লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিতে হবে। [HSC  BOARD  ROLL NO  2020 , SEND 16222]

এভাবে রেজিস্ট্রেশন করার পর শিক্ষার্থীদের মোবাইলে ফিরতি এসএমএসে ফলাফল পাওয়া যাবে।

এছাড়া শিক্ষাবোর্ডের ওয়েবসাইট  থেকেও শিক্ষার্থীরা পরীক্ষার ফলাফল জানতে পারবে।

Advertisement
Share.

Leave A Reply