fbpx

ম্যাকডোনাল্ডসে সাইবার হামলা চালিয়েছে দুর্বৃত্তরা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

জনপ্রিয় মার্কিন ফাস্ট ফুড চেইন কোম্পানি ম্যাকডোনাল্ড’সে এবার সাইবার হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। কোম্পানিটি বলছে, তাদের দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের ‘অল্পসংখ্যক’ গ্রাহকের ডেটায় হামলা চালায় সাইবার হামলাকারীরা। এরা বিভিন্ন গ্রাহকের ফোন নম্বর, ই–মেইল অ্যাড্রেস, ডেলিভারি অ্যাড্রেস হাতিয়ে নিয়েছে। তবে তারা পেমেন্টের কোনো তথ্য নিতে পারেনি।

কোম্পানির এক মুখপাত্র জানান, ফাইলগুলো তালিকাভুক্ত করতে এবং গ্রাহকদের অবহিত করতে পদক্ষেপ নেওয়া হবে। কোম্পানির নেটওয়ার্কে অননুমোদিত ক্রিয়াকলাপ চিহ্নিত হওয়ার পর বিষয়টি খতিয়ে দেখার সময় এই ঘটনা ধরা পড়ে।

যেহেতু সাইবার সুরক্ষায় তাদের যথেষ্ট বিনিয়োগ রয়েছে, তাই দ্রুত বিষয়টি ধরা পড়ে বলেও জানিয়েছে তারা।

ম্যাকডোনাল্ড’সের পক্ষ থেকে বলা হয়, সাইবার হামলা ঠেকাতে তাদের সরঞ্জামগুলো নেটওয়ার্কে অননুমোদিত ক্রিয়াকলাপ দ্রুত শনাক্ত করতে পারে। ম্যাকডোনাল্ডসের কর্মীদের ব্যক্তিগত ডেটা নেওয়ারও চেষ্টা করা হয়েছিল। তবে তারা ব্যর্থ হয়েছে।

এই সাইবার হামলায় রেস্তোরাঁর কার্যক্রমে কোনো সমস্যা হয় নি। বেশ কিছু দিন ধরেই বিশ্বের সব বড় বড় কোম্পানিকে লক্ষ্য করে সাইবার হামলা চালাচ্ছে দুর্বৃত্তরা।

Advertisement
Share.

Leave A Reply