fbpx

ম্যাচ দেখা যাবে রবির অ্যান্ড্রয়েড স্মার্ট ডিভাইস বিন্জে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনার বাধা কাটিয়ে দীর্ঘ ১০ মাস পর ওয়েস্ট ইন্ডিজের সাথে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট সিরিজের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে টাইগাররা। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের এই খেলাগুলো সরাসরি উপভোগ করা যাবে রবির অ্যান্ড্রয়েড স্মার্ট ডিভাইস বিন্জে।

গ্রাহকরা তাদের টিভি অথবা অ্যান্ড্রয়েড স্মার্টফোনে বিন্জ ইনস্টল করার মাধ্যমে সরাসরি খেলাগুলো দেখতে পারবেন। টিভিতে খেলা দেখার জন্য গ্রাহকদের বিন্জের লাইভ টিভি প্যানেলে গিয়ে মাই স্পোর্টস চ্যানেলে ক্লিক করতে হবে। স্মার্টফোনে খেলা দেখার ক্ষেত্রে গুগল প্লে স্টোর থেকে বিন্জ অ্যাপ ডাউনলোড করে (https://cutt.ly/vjPd9eY) ওয়াচ টিভি অপশনে গিয়ে মাই স্পোর্টস চ্যানেলে চাপ দিতে হবে। আইওএস ব্যবহারকারী গ্রাহকরাও সেবাটি উপভোগ করতে পারবেন।

বিন্জ স্মার্ট ডিভাইসে একজন গ্রাহক তার টিভিতে ১৫০টিরও বেশি লাইভ টিভি উপভোগ করতে পারবেন। এছাড়া এতে তিন হাজারের বেশি এক্সক্লুসিভ টিভি সিরিজ, চলচ্চিত্র এবং অন্যান্য বিনোদনমূলক কনটেন্ট রয়েছে।

 

Advertisement
Share.

Leave A Reply