fbpx

ম্যাসেঞ্জার থেকে লগআউটের উপায়

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রাশেদ স্বনামধন্য একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন। কাজের প্রয়োজনে বাইরে গেছেন। হুট করেই বসের ফোন, ম্যাসেঞ্জারে একটি গুরুত্বপূর্ণ তথ্য এসেছে। তার উত্তর দিতে হবে।

কিন্ত কপাল খারাপ হলে যা হয় আর কি। নিজের ডিভাইসটি কিছুতেই কাজ করছে না। অথচ বস অপেক্ষা করছেন। তাই বাধ্য হয়ে সহকর্মীর ফোন থেকেই ফেসবুকের ম্যাসেঞ্জারে লগ ইন করলেন। জরুরি কাজও শেষ করলেন। এবার পড়লেন মহা সমস্যায়। কিছুতেই লগ আউট করতে পারছেন না। এমন কি কোনো অপশন ও খুজে পাচ্ছেন না । কী করে এই সমস্যার সমাধান করবেন?

শুধু রাশেদই নন, আমাদের অনেককেই হরহামেশা এই বিপত্তিতে পড়তে হয়। শুধু না জানার কারণে কখনো কখনো পড়তে হয় বিরাট বিভ্রান্তিতে।

সাধারণত ম্যাসেঞ্জার অ্যাপটিতে লগ আউটের কোনো অপশন নেই। তবে ঘাবড়ানোর কিছু নেই। ভিন্ন উপায়ে এই ফোনে ম্যাসেঞ্জার অ্যাপ থেকে লগআউট করা যাবে। তার উপায় চলুন জেনে নেই ।

টিপস :

ম্যাসেঞ্জার থেকে লগআউটের উপায়

ম্যাসেঞ্জারে লগ আউট হওয়ার উপায়

প্রথমে ফোনের সেটিংস অপশনে যেতে হবে।

যেখান থেকে অ্যাপ অপশনে ক্লিক করতে হবে।

তখন একটি নতুন পেইজ চালু হবে। সেখানে আপনার ফোনে যেসব অ্যাপ ইন্সটল করা আছে, তার তালিকা দেখা যাবে।

সেখান থেকে ম্যাসেঞ্জার অ্যাপে যান।

তখন ফোনের স্টোরেজ অপশনে ক্লিক করে clear data অপশনে ক্লিক করে delete app data নামে একটা পপআপ আসবে। সেখানে ক্লিক করতে হবে।

তখন ম্যাসেঞ্জার অ্যাপ থেকে স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যাবে।

আর এভাবেই ম্যাসেঞ্জার থেকে লগ আউট করতে হবে।

Advertisement
Share.

Leave A Reply