fbpx

যুক্তরাষ্ট্রের সিনেটে প্রথমবারের মত বন্দুক নিয়ন্ত্রণ আইন পাশ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

যুক্তরাষ্ট্রের সিনেটে বন্দুক নিয়ন্ত্রণ আইন পাশ হয়েছে। প্রায় ৩০ বছরের মধ্যে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে সবচেয়ে গুরুত্বপূর্ণ আইন এটি। সংবাদ মাধ্যম বিবিসি দিয়েছে এই তথ্য।

আইনটি অনুমোদন করতে কংগ্রেসের উচ্চ কক্ষে ডেমোক্রাটদের সাথে যোগ দেন ১৫ জন রিপাবলিকান। বিলের পক্ষে ভোট পড়ে ৬৫ টি, বিপক্ষে ৩৩ টি।

গেল মাসে নিউ ইয়র্কের বাফেলোর একটি সুপারমার্কেটে ও টেক্সাসের একটি প্রাইমারি স্কুলে বন্দুক হামলায় নিহত হয়েছে ৩১ জন। এরপরই দেশজুড়ে আগ্নেয়াস্ত্র নিয়েন্ত্রণ আইনের দাবি জোড়ালো হয়।

প্রেসিডেন্ট জো বাইডেন বিলটিতে সই করার আগে হাউজ অব রিপ্রেসেন্টেটিভে অনুমোদন পেতে হবে বিলটি। আগামী কয়েক দিনের মধ্যেই এটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নতুন এই বিলে ২১ বছরের কম বয়সী আগ্নেয়াস্ত্র ক্রেতাদের জন্য কঠোরভাবে পূর্বের রেকর্ড খতিয়ে দেখা হবে। সেই সাথে, মানসিক স্বাস্থ্য প্রোগ্রাম, ও স্কুল নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্যও ১৫ বিলিয়ন ডলার ফেডারেল অর্থায়নে ব্যয় হবে।

Advertisement
Share.

Leave A Reply