fbpx

যশোরে মার্কেটে আগুনে পুড়েছে অন্তত ১৬টি দোকান

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

যশোরে একটি হকার্স মার্কেটে গতকাল রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় অন্তত ১৬টি পোশাকের দোকান মালপত্রসহ আগুনে পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

বুধবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১১টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কামাল হোসেন ভূঁইয়া। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত করে বলতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

কামাল হোসেন জানান, মার্কেটের পেছন দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হয়। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে, দোকান মালিক সমিতির সভাপতি শহিদুল ইসলামের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ৪৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শহিদুল ইসলাম বলেন, মার্কেটের পূর্ব পাশের মালপত্রসহ ১৬টি দোকান পুড়ে গেছে। ঈদ উপলক্ষে তারা দোকানে পোশাক তুলেছিলেন। মালপত্রসহ দোকানগুলো পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা এখন সর্বস্বান্ত হয়ে গেছেন।

মার্কেটে আগুনের ঘটনায় পৌরসভার কাউন্সিলর আলমগীর কবীর সুমন সংবাদমাধ্যমকে বলেন, মার্কেটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাই ক্ষতিগ্রস্ত দোকানিদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

Advertisement
Share.

Leave A Reply