fbpx

যাওয়া যাবে থানচিতে, নিষেধাজ্ঞা বহাল রোয়াংছড়ি ও রুমায়

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নিরাপত্তাজনিত কারণে বান্দরবানের দুই উপজেলায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরো চার দিন বাড়ান হয়েছে। এ নিয়ে সপ্তমবারের মতো নিষেধাজ্ঞা বাড়ান হলো। বুধবার বান্দরবান জেলা ম্যাজিস্ট্রেট ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২০ নভেম্বর পর্যন্ত জেলার রোয়াংছড়ি ও রুমা উপজেলায় পর্যটকেরা ভ্রমণ করতে পারবেন না। তবে থানচি উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

এর আগে গত ১২ নভেম্বর ষষ্ঠ দফায় রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এর আগে আলীকদম উপজেলাও নিষেধাজ্ঞার আওতায় ছিল। সেখানে গত ৮ নভেম্বর ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

প্রসঙ্গত, গত অক্টোবর থেকে রাঙামাটির বিলাইছড়ির উপজেলার বড়থলি ইউনিয়ন ও ওই ইউনিয়নসংলগ্ন বান্দরবানের রুমা ও রোয়াংছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর জঙ্গিবিরোধী অভিযান শুরু হয়েছিল। এরপর নিষেধাজ্ঞার কবলে পড়ে পর্যটন এলাকাগুলো।

Advertisement
Share.

Leave A Reply