fbpx

যাদেরই জায়গা-ফ্ল্যাট আছে, সিস্টেমের কারণে সবাই কালো টাকার মালিক: অর্থমন্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, যাদেরই জায়গা, বাড়ি বা ফ্ল্যাট আছে, সবাই কালো টাকার মালিক। তিনি বলেন, ‘এর পেছনে সরকার দায়ী। আমাদের সিস্টেম দায়ী।’

‘এর কারণ হচ্ছে, যে জমি আপনি কিনবেন, সেই জমি অল্প দামে রেজিস্ট্রি করতে হবে। যেই দামে কিনবেন, তার চেয়ে কম দামে রেজিস্ট্রি করতে হবে। আপনি বেশি দাম দিয়ে রেজিস্ট্রি করতে পারবেন না। কারণ, প্রত্যেকটা মৌজায় দাম ঠিক করে দেওয়া আছে। এর চেয়ে বেশি দামে রেজিস্ট্রি করা যায় না। এই যে বেশি দামে রেজিস্ট্রি করা যায় না, এখানেই তো কালো টাকা হয়ে আছে’, বলেন অর্থমন্ত্রী।

আজ বুধবার (১৫ জুন) সরকারি ক্রয় কমিটির সভার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

মৌজা মূল্য বাড়ানোর চেষ্টা করেও পারেননি জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘বাস্তবতা হচ্ছে যে ফ্ল্যাট ৩ কোটি টাকায় রেজিস্ট্রি হচ্ছে, সেটার দাম ১০ কোটি টাকা। স্ট্যাম্প ডিউটি বাড়ছে না, মাঝে রেজিস্ট্রেশন ফি সরকার পাচ্ছে। মাঝখানে টাকা হয়ে গেলো কালো টাকা।’

নতুন অর্থবছরের বাজেটে পাচার করা অর্থ দেশে আনার সুযোগ দিয়ে কোনো চাপে আছেন কি-না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমি চাপে নেই। কোনো ধরনের চাপে নেই। আমি যেটা বলেছি, সেটা করব। আমার সম্পর্কে আপনারা জানেন, আমি অর্ধেক রাস্তা থেকে ফেরত আসি না।’

আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘প্রবাসীদের যখন রেমিট্যান্সে ইনসেনটিভ দেওয়ার সিদ্ধান্তে হলো, তখন অনেকেই সমালোচনা করেন। কিন্তু, ইনসেনটিভ দেওয়ায় অনেক বেশি রেমিট্যান্স এসেছে। তেমনি পাচার করা অর্থও দেশে ফেরত আসবে।’

পাচার করা টাকা দেশে আনার পর একটা অংশ পুঁজিবাজারে বিনিয়োগ হবে বলেও আশাপ্রকাশ করেন অর্থমন্ত্রী।

Advertisement
Share.

Leave A Reply