fbpx

যারা এখনও টিকার এসএমএস পায়নি, তাদের ধৈর্য্য ধরার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনাভাইরাসের টিকা পেতে নিবন্ধন করেও এখনও যারা এসএমএস পাননি, তাদের ধৈর্য ধরার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রবিবার (২৪ অক্টোবর) ভার্চুয়াল বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম নিবন্ধিত ব্যক্তিদের উদ্দেশ্যে এ কথা বলেন।

নাজমুল ইসলাম জানান, বাংলাদেশে এ বছরের ফেব্রুয়ারিতে করোনা মহামারি নিয়ন্ত্রণে টিকা দেওয়া শুরু হয়। সরকারিভাবে এই টিকা পেতে হলে নাগরিকদের আগে নিবন্ধন করতে হচ্ছে। তারপর মোবাইল ফোনে এসএমএস পেয়ে নির্ধারিত দিনে টিকাদান কেন্দ্রে গিয়ে তা নিতে হচ্ছে।

তিনি আরও জানান, শনিবার পর্যন্ত দেশে টিকা নিতে নিবন্ধন করেছেন ৫ কোটি ৫২ লাখেরও বেশি মানুষ। তাদের মধ্যে দুই কোটিরও বেশি মানুষ দুই ডোজ টিকা সম্পন্ন করেছেন। আর নিবন্ধন করে টিকা পাওয়ার অপেক্ষায় আছে দেড় কোটির বেশি মানুষ। যাদের নিবন্ধন হয়েছে, মোবাইল ফোনে এসএমএস এসেছে, যথাসময়ে তাদের টিকা গ্রহণ করার পরামর্শও দিয়েছেন অধিদপ্তরের মুখপাত্র।

পাশাপাশি, করোনার সংক্রমণ কমলেও আত্মতুষ্টিতে না ভুগে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান তিনি।

Advertisement
Share.

Leave A Reply