fbpx

যা করার জন্য এসেছিলাম করেছি : ট্রাম্প

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের ক্ষমতা ছাড়ার আগে বিদায়ী ভাষণে বলেন-‘আমি এখানে যা করার জন্য এসেছিলাম, তার চেয়ে বেশি করেছি।’

স্থানীয় সময় মঙ্গলবার, হোয়াইট হাউজ থেকে ট্রাম্পের বিদায়ী ভিডিও বার্তা প্রচার করা হয়। এই বার্তায় ট্রাম্প বলেন, ‘বেছে নিয়েছিলাম কঠিন লড়াই, সবচেয়ে শক্ত যুদ্ধ। কেননা এজন্যই আপনারা আমাকে নির্বাচিত করেছিলেন।’

বিদায়ী ভাষণে কারও নাম উল্লেখ না করে ট্রাম্প নতুন প্রশাসনের সাফল্য কামনা করেন। তিনি বলেন, ‘সৌভাগ্য একটি গুরুত্বপূর্ণ শব্দ!’

এ সময় ট্রাম্প তার প্রশাসনের অর্থনৈতিক অর্জনেরও প্রশংসা করেন।

দেশের জনগণের উদ্দেশে দেওয়া শেষ বক্তৃতায় তিনি বলেন, ‘আমি নিঃশঙ্ক ও আনন্দচিত্তে চলে যাচ্ছি। সর্বোচ্চ আশাবাদ নিয়ে বলছি, আমাদের দেশ ও সন্তানদের জন্য সেরাটা এখনো অর্জিত হয়নি। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন, ঈশ্বর যুক্তরাষ্ট্রের মঙ্গল করুন।’

২০ জানুয়ারি, নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর হোয়াইট হাউজ ছাড়ে যাবেন ডোনাল্ড ট্রাম্প। সামরিক স্থাপনা অ্যান্ড্রু বেস থেকে শেষ অভিবাদন নিয়ে তিনি ফ্লোরিডার মার এ লাগোতে চলে যাবেন। তবে তিনি বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন না। যুক্তরাষ্ট্রের ১৫২ বছরের ইতিহাসে পূর্বসূরির অনুপস্থিতিতে এবারই প্রথম নতুন প্রেসিডেন্ট শপথ নিতে যাচ্ছেন।

চার বছর আগে হিলারি ক্লিনটনকে হারিয়ে ক্ষমতায় আসা ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট হিসেবে দুইবার অভিশংসিত হয়েছেন। চলতি মাসেই, ইউএস ক্যাপিটালে হামলা উস্কে দেয়ার অভিযোগে দ্বিতীয় দফায় অভিশংসিত হন।

এর আগে ২০১৯ সালে, ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কাজে বাধা দেওয়ার অভিযোগে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ তাকে অভিশংসিত করে। তবে রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেট তাকে অব্যাহতি দিয়েছিল।

Advertisement
Share.

Leave A Reply