fbpx

যুক্তরাষ্ট্রে অনুমোদন পাচ্ছে জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

যুক্তরাষ্ট্রে অনুমোদন পেতে যাচ্ছে জনসন অ্যান্ড জনসনের উদ্ভাবিত করোনা ভ্যাকসিন। এক ডোজের এই ভ্যাকসিন  নিরাপদ ও কার্যকর বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন- এফডিএ। শুক্রবার এফডিএ-এর বৈঠকে ভ্যাকসিনটির জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য দিয়েছে।

করোনা সংক্রমণ ঠেকাতে এখন পর্যন্ত যেসব টিকা ব্যবহার করা হচ্ছে, তার প্রতিটিরই দুই ডোজ করে নিতে হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, একটি মাত্র ডোজ ব্যবহার করে করোনা থেকে সুরক্ষা পাওয়া গেলে মহামারি ঠেকানো আরও সহজ হয়ে উঠবে।

বুধবার যুক্তরাষ্ট্রের এফডিএ’র তরফ থেকে জানানো হয়েছে, বিশ্ব জুড়ে ৪৪ হাজার মানুষের ওপর জনসন অ্যান্ড জনসনের এক ডোজের ভ্যাকসিনটির পরীক্ষা চালানো হয়েছে। এটি করোনায় মারাত্মক অসুস্থতার ক্ষেত্রে ৬৬ শতাংশ কার্যকর প্রমাণ পাওয়া গেছে। একই সাথে দক্ষিণ আফ্রিকার ভাইরাসের নতুন ধরনটির বিরুদ্ধেও ভ্যাকসিনটি ৬৪ শতাংশ কার্যকর প্রমাণিত হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply