fbpx

যুক্তরাজ্যে ওমিক্রনে প্রথম মৃত্যু  

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনাভাইসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে প্রথম একজনের মৃত্যু হয়েছে। দেশটির  স্থানীয় সময় সোমবার এ তথ্য জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে তিনি মারা যাওয়া সেই ব্যক্তি সম্পর্কে বিস্তারিত কিছু জানান নি বলে জানিয়েছে বিবিসি।

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভেদ বলেছেন, ‘ওমিক্রন এমন হারে ছড়াচ্ছে যে করোনা মহামারিতে এর আগে এমন পরিস্থিতির মুখোমুখি হইনি আমরা।’

আর দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, যুক্তরাজ্যের নাগরিকদের সম্ভব হলে এখন বাসা থেকে কাজ করা উচিত।

এমন পরিস্থিতিতে যুক্তরাজ্য ও স্কটল্যান্ডে সব প্রাপ্তবয়স্কদের করোনার বুস্টার ডোজ দেওয়ার লক্ষ্য ঠিক করা হয়েছে। চলতি মাসের শেষ দিকে প্রাপ্তবয়স্কদের সবাইকে বুস্টার ডোজের আওতায় আনার পরিকল্পনা করছেন তারা।

এদিকে দেশটিতে টিকা পেতে নিবন্ধন করতে গিয়ে অনেকে বিড়ম্বনার শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) বলছে, করোনার টিকার ব্যাপক চাহিদা বাড়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বিবিসি বলছে, রবিবার দেশটিতে আরও ৪৮ হাজার ৮৫৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আর করোনায় আক্রান্ত হয়ে ৫২ জনের মৃত্যু হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply