fbpx

যুক্তরাজ্য: বরিস জনসনের বিরুদ্ধে অনাস্থা ভোট আজ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

অনাস্থা ভোটের মুখোমুখি হচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। স্থানীয় সময় সোমবার ৬ জুন সন্ধ্যা ৬ টায় অনাস্থা ভোট শুরু হবে। ভোটে হেরে গেলে প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হবেন বরিস। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি দিয়েছে এই তথ্য।

এর আগে তার নিজ দল কনজারভেটিভ পার্টির অন্তত ৫৪ জন আইনপ্রণেতা তার বিরুদ্ধে অনাস্থা ভোটের আবেদন করেন।

প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করতে আজ রাতে ক্ষমতাসীন দলের অন্তত ১৮০ জন আইনপ্রণেতাকে বরিস জনসনের বিরুদ্ধে ভোট দিতে হবে।

তবে মন্ত্রীসভার বেশির ভাগ সদস্যই প্রধানমন্ত্রী বরিস জনসনকে সমর্থন করবেন বলে জানিয়েছেন।

১০ নং ডাউনিং স্ট্রিট থেকে জানানো হয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী এই অনাস্থা ভোটকে স্বাগত জানিয়েছেন। এর মধ্যে দিয়ে দীর্ঘ এক মাস ধরে চলা জল্পনা-কল্পনার অবসান হবে।

Advertisement
Share.

Leave A Reply