fbpx

যুক্তরাষ্ট্রে আকাশে বিমান ও হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আকাশের মাঝে একটি বিমান ও হেলিকপ্টারের সংঘর্ষের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায়। আর এ সংঘর্ষে হেলিকপ্টারের দুই আরোহী নিহত হয়েছেন।

বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, শুক্রবার (১ অক্টোবর) স্থানীয় সময় সকালে চ্যান্ডলার শহরের ফিনিক্স বিমানবন্দরের কাছে রবিনসন আর-২২ মডেলের হেলিকপ্টারের সাথে পাইপার পিএ-২৮ মডেলের বিমানের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

এপির খবরে আরও বলা হয়েছে, এক ইঞ্জিনবিশিষ্ট বিমানের সাথে হেলিকপ্টারের ধাক্কা লাগার পরপরই হেলিকপ্টারটি একটি মাঠে বিধ্বস্ত হয় এবং তাতে থাকা দু’জনেরই মৃত্যু হয়। তবে বিমানটি নিরাপদে অবতরণ করতে পারে। বিমানের ভেতরে থাকা একজন প্রশিক্ষক ও একজন শিক্ষার্থী পাইলট দু’জনই সুস্থ রয়েছেন বলে খবরে বলা হয়েছে।

স্থানীয় এক পুলিশ সার্জেন্ট জেসন ম্যাকক্লিম্যান্স জানান, দুর্ঘটনার পর বিমানবন্দরটি কয়েক ঘণ্টা বন্ধ ছিল।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক বিবৃতিতে জানায়, বিমানটির ল্যান্ডিং গিয়ার কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিমান ও হেলিকপ্টারটি প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হতো। দুর্ঘটনার তদন্ত করবে বলে জানিয়েছে এফএএ কর্মকর্তারা।

এছাড়া, ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড সংঘর্ষ ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নেতৃত্ব দেবে বলেও জানা গেছে।

Advertisement
Share.

Leave A Reply