fbpx

যুক্তরাষ্ট্রে আবারও পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ নিহত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

যুক্তরাষ্ট্রের আলোচিত কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যা মামলার রায়ের দিনই পুলিশের গুলিতে নিহত হল এক কৃষ্ণাঙ্গ কিশোরী।

স্থানীয় সময় মঙ্গলবার ওহাইও রাজ্যের কলোম্বাস শহরে এই ঘটনা ঘটে। পুলিশ সদস্যের শরীরে লাগানো ক্যামেরার ফুটেজ দেখে এই তথ্য জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ভিডিও ফুটেজে দেখা যায়, এক নারী  পুলিশের গাড়ি থেকে নামার পর, ছুড়ি হাতে থাকা কৃষ্ণাঙ্গ কিশোরী তাকে তাড়া করে। এ সময় ওই নারী পরে যায়।  এরপর কৃষ্ণাঙ্গ কিশোরী আরেক নারীকে ধাওয়া করে। ওই নারী ড্রাইভওয়েতে রাখা একটি গাড়ির সাথে ধাক্কা খাওয়ার পর কিশোরী ছুরি তুললে পুলিশ সাথে সাথে গুলি চালায়। এতেই নিহত হয় ওই কিশোরী।

নিহত ওই কিশোরীর নাম মা’খিয়া ব্রায়ান্ট। তার বয়স ১৬ বছর বলে নিশ্চিত করেছে কিশোরীর পরিবার ও ফ্রাঙ্কলিস কাউন্ট্রি চিলড্রেনস সার্ভিস। যদিও স্থানীয় কর্তৃপক্ষ সংবাদ সম্মেলনে কিশোরীর বয়স ১৫ বছর বলে জানিয়েছে।
এক বিবৃতিতে এফসিসিএস জানিয়েছে, মা’খিয়া ‘ফোস্টার হোম’- এ থাকতো।

মা’খিয়া নিহতের পর ওহাইওতে বিক্ষোভ হয়েছে। তবে এখনও অভিযুক্ত পুলিশের নাম প্রকাশ করা হয়নি।

Advertisement
Share.

Leave A Reply