fbpx

যুক্তরাষ্ট্রে তুষার ঝড়ে মৃত্যু ২১

Pinterest LinkedIn Tumblr +
Advertisement
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্যাঞ্চলে শীতকালীন ঝড়ে মারা গেছেন অন্তত ২১ জন। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে বিপাকে টেক্সাস অঙ্গরাজ্যের লাখো মানুষ। দেশটির দক্ষিণপূর্বাঞ্চলে বেশ কয়েকটি রাজ্যে প্রাণঘাতী টর্নেডো বয়ে যাচ্ছে। ঝড়টি যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় প্রতিবেশী মেক্সিকোর উত্তর ও মধ্যাঞ্চলেও পৌঁছে গেছে। এসব অঞ্চলের বাসিন্দারা বিদ্যুৎ বিভ্রাটের শিকার হচ্ছেন।
বিবিসি জানায়, দেশটির ৭৩ শতাংশেরও বেশি এলাকা তুষারে ঢাকা পড়েছে। শীতকালীন ঝড়ের সতর্কতার আওতায় রয়েছে ১৫ কোটিরও বেশি মানুষ।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, টেক্সাস, লুইজিয়ানা, কেনটাকি ও মিজৌরিতে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে টেক্সাসের সুগার ল্যান্ডে একটি বাড়িতে অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন ৪ জন। স্থানীয় পুলিশ জানায়, বিদ্যুৎবিহীন অবস্থার সুগার ল্যান্ডের ওই বাড়িতে আগুন লেগে তাদের মৃত্যু হয়।
মঙ্গলবার, নেব্রাস্কার লিঙ্কনে তাপমাত্রা রেকর্ড মাইনাস ৩৫ সেলিসিয়াসে নেমে যায়। এমনিতে ডালাস শহরের ফোর্থ ওর্থ উষ্ণ এলাকা হলেও মঙ্গলবার সেখানের তাপমাত্রা ছিল মাইনাস ১৭ সেলসিয়াস।
এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, বেশি ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোকে যেকোনো জরুরি সহায়তা দিতে কেন্দ্রীয় সরকার প্রস্তুত।
Advertisement
Share.

Leave A Reply