fbpx

যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের বাইরে গোলাগুলি!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ন্যাশনাল পার্ক স্টেডিয়ামের বাইরে গোলাগুলি হয়েছে। যুক্তরাষ্ট্র সময় শনিবার রাতে ঘটনাটি ঘটেছে। ফলে ওয়াশিংটন ন্যাশনালস এবং সান দিয়েগো পাদ্রেসের মধ্যকার বেসবল ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়েছে। নতুন সময় অনুযায়ী, রবিবার (১৮ জুলাই) স্থানীয় সময় দুপুর দেড়টায় ম্যাচটি আবার অনুষ্ঠিত হবে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় পৌনে দশটায় ন্যাশনাল পার্ক স্টেডিয়ামের তিন নম্বর গেটের বাইরে গোলাগুলির খবর পাওয়া গেছে। স্টেডিয়াম কর্তৃপক্ষ দর্শকদের মাঠের মধ্যগেট এবং তার ডানপাশের গেট দিয়ে বেলপার্ক ত্যাগ করতে আহবান জানিয়েছিল। তবে কিছু দর্শকদের দেখা গেছে তারা তিন নম্বর গেটের দিকে দৌড়াদৌড়ি করছে। যেটা উদ্বিগ্ন করেছে কর্তৃপক্ষকে।

স্থানীয় ডিসি পুলিশ টুইটারে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত দশটায় এ বিষয়ে জানিয়েছে, গোলাগুলির নেতৃত্বে ছিলেন দু’জন। তারা বলেছে, ‘দু’জনকে ন্যাশনাল পার্কের বাইরে গুলি করতে দেখা গেছে। এ বিষয়ে তদন্ত চলছে। এখনও পর্যন্ত আমাদের কোনো হুমকির সামনে পড়তে হয়নি’।

Advertisement
Share.

Leave A Reply