fbpx

যোগেই হোক রোগ-বিয়োগ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনা মহামারির মধ্যেই ভারতসহ গোটা বিশ্বে আজ পালিত হচ্ছে সপ্তম আন্তর্জাতিক ইয়োগা দিবস। উদ্দেশ্যে একটাই, যোগেই হোক রোগ-বিয়োগ।

প্রাচীন ভারতে শারীরিক এবং মানসিকভাবে সেরে ওঠার অন্যতম বিশ্বাসযোগ্য মাধ্যম ছিল যোগ ব্যায়াম। সেই ভারতের দেখাদেখিই যোগ ছড়িয়ে পড়ে সারা বিশ্বে।

দিবসটি উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, করোনা মহামারিতে মানসিক শক্তি জুগিয়েছে যোগ ব্যায়ম। করোনাকালে হাসপাতালে হাসপাতালে যোগাসন করিয়েও ফল মিলছে বলেও জানান তিনি।

মোদী বলেন, ‘যোগব্যায়াম আত্মনিয়ন্ত্রণে সাহায্য করে। এটা মনোবল বাড়ায়, যা করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে শক্তি যোগায়। করোনার সম্মুখসারির যোদ্ধারা আমাকে বলেছেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে যোগ তাঁদের সাহায্য করেছে।’

আন্তর্জাতিক যোগ দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সকালে রাষ্ট্রপতি ভবনে যোগাভ্যাস করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আন্তর্জাতিক যোগ দিবসে সামিল হন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুও।

একই সাথে বিভিন্ন জায়গায় যোগাভ্যাস করেন কেন্দ্রীয় মন্ত্রীরা।

Advertisement
Share.

Leave A Reply