fbpx

যৌন হয়রানি: শাবির ৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ৭ শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২২৬তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়।

বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. ফরিদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, হয়রানির তিনটি অভিযোগে বিভিন্ন মেয়াদে ওই শিক্ষার্থীদের বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতদের মধ্যে বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের আরিফুল ইসলাম ও মো. জায়েদ ইকবাল তানিমকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। আর একই বিভাগের ইমাম হোসেন ইমরান, মো. রিফাত হোসেন, মো. বিশাল আলী, লোকপ্রশাসন বিভাগের সুমন দাস ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সৈয়দ মুস্তাকিম সাকিবকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কারাদেশে বলা হয়, এই সময়ের মধ্যে তাদের আবাসিক হলের সিট বাতিল থাকবে। তাদের জন্য ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ থাকবে। কমিটির সিদ্ধান্ত বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।

উপাচার্য বলেন, ‘তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেট এই সিদ্ধান্ত নিয়েছে। ক্যাম্পাসে যৌন হয়রানি প্রতিরোধে আমরা বদ্ধপরিকর।’

Advertisement
Share.

Leave A Reply