fbpx

রবিবার থেকে ফিরবেন ভারতে আটকে পরা বাংলাদেশিরা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতে আটকে পড়া বাংলাদেশিরা রবিবার থেকে দেশে ফেরা শুরু করবেন বলে জানিয়েছেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।

শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ে এক জরুরি সভায় তিনি বলেন, ভারতের গেদে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার দর্শনা সীমান্ত দিয়ে রবিবার থেকে দেশে ফিরতে শুরু করবেন ভারতে আটকে পরা বাংলাদেশিরা। তবে তাদের সবাইকে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখা হবে।

১৪ দিনের আগে কাউকে কোয়ারেন্টিন ছাড়ার অনুমিত দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, যারাই দেশের সীমান্তে প্রবেশ করবেন, প্রত্যেককে দুই সপ্তাহের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। নার্সিং ইনস্টিটিউট, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, স্থানীয় আবাসিক হোটেলে কোয়ারেন্টিনের ব্যবস্থা থাকবে।

কোয়ারেন্টিনে থাকা কেউ অসুস্থ্ হলে বা করোনাভাইরাস পজিটিভ হলে তাদেরকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হবে বলেও জানিয়েছেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক।

Advertisement
Share.

Leave A Reply