fbpx

রবিবার থেকে শুরু হতে পারে শৈত্যপ্রবাহ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আগামীকাল থেকে রাতে তাপমাত্রা কমে ৬ থেকে ৭ ডিগ্রিতে নেমে যেতে পারে। যার ফলে দেশে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। দেশের আবহাওয়া অফিস বলছে রবিবার শুরু হওয়া শৈত্যপ্রবাহ আগামী মঙ্গলবার পর্যন্ত একইরকম থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার (১৯ ডিসেম্বর) রাত থেকে শুরু হতে পারে বছরের প্রথম শৈত্যপ্রবাহ। রবিবার রাতে তাপমাত্রা কমে ৬ থেকে ৮ ডিগ্রিতে নেমে যেতে পারে। যা আগামী মঙ্গলবার পর্যন্ত একই থাকার সম্ভাবনা রয়েছে।

সাধারণত কোনো এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে মৃদু শৈত্যপ্রবাহ, ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মাঝারি শৈত্যপ্রবাহ এবং ৬ ডিগ্রি সেলসিয়াসেরও নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।

পূর্বাভাসে আরও বলা হয়, ডিসেম্বর মাসের শেষ নাগাদ দেশের দক্ষিণ ও উত্তরপূর্বাঞ্চলে স্বাভাবিকের তুলনায় বেশি এবং অন্য স্থানে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement
Share.

Leave A Reply