fbpx

চট্টগ্রামে ধর্মঘট প্রত্যাহার, কাল থেকে চলবে গণপরিবহন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চট্টগ্রাম নগরীতে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন বেলাল। শনিবার (৬ নভেম্বর) তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, রবিবার সকাল ৬টা থেকে চট্টগ্রাম মহানগরীতে গণপরিবহন চলবে। সিএনজি, অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ি চলাচলে বাধা দিয়ে, রাজনৈতিকভাবে ফায়দা নেওয়ার চেষ্টা করছে একটি পক্ষ। সেজন্য ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে।

ধর্মঘটের কারণে সরকার বা জনগণের যেন কোনো ক্ষতির মুখে পড়তে না হয় সে কারণে আগামীকাল সকাল থেকে আমরা গাড়ি চালাবো বলেও জানান বেলায়েত হোসেন বেলাল।

এদিন সকালে টাইগারপাস মোড়ে সড়ক অবরোধ করে গাড়ি ও সিএনজিচালিত অটোরিকশা চলাচলে বাধা দেয় পরিবহন শ্রমিকরা। সকাল সাড়ে ৯টার দিকে টাইগারপাস এলাকায় পরিবহন শ্রমিকরা রাস্তায় অবস্থান নেন।

তবে ভুক্তভোগীরা অভিযোগ করেন, শ্রমিকরা ব্যক্তিগত গাড়ি ও সিএনজি আটকে দেন। পরে বেলা ১১টার দিকে পুলিশ তাদের সরিয়ে দেয়।

Advertisement
Share.

Leave A Reply