fbpx

‘রমজানে মসজিদে ইফতার-সেহ‌‌‌রির আয়োজন করা যাবে না’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনাভাইরাসের সংক্রমণকে নিয়ন্ত্রণে আনতে দেশে মসজিদে জামাতে নামাজ আদায়ের জন্য কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর মধ্যে প্রতিবছর রমজান মাসে মসজিদে যে ইফতার ও সেহরির আয়োজন করা হতো, তার উপরে এবার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

আজ সোমবার (৫ এপ্রিল) দেশে লকডাউনের প্রথম দিন ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বর্তমান করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মসজিদে নামাজের সময় আবশ্যিকভাবে পালন করার জন্য মোট ১০টি নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে, রমজানে মসজিদে ইফতার ও সেহরির আয়োজন করা যাবে না, বাসা থেকে সবাইকে ওজু করে মসজিদে যেতে হবে, মসজিদে কার্পেট বিছানো যাবে না, বাসা থেকে জায়নামাজ নিয়ে যেতে হবে, মসজিদে অবশ্যই প্রবেশ মুখে স্যানিটাইজার ও সাবান দিয়ে হাত-পা ধোয়ার ব্যবস্থা থাকতে হবে, নামাজের আগে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে ইত্যাদি।

‘রমজানে মসজিদে ইফতার-সেহ‌‌‌রির আয়োজন করা যাবে না’

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি। ছবি: ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট থেকে

মন্ত্রণালয়ের এই বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, এই নির্দেশনাগুলোর কোনোটা মেনে চলা না হলে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী এর সাথে যারা সংশ্লিষ্ট দায়িত্বশীল, তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেবেন।

Advertisement
Share.

Leave A Reply