fbpx

রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও কক্সবাজারে ভ্রমণ না করার পরামর্শ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। ম্যালেরিয়া ও ডেঙ্গু রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন এ পরামর্শ দেন।

বুধবার (১৪ জুলাই) আয়োজিত ভার্চুয়াল বুলেটিনে তিনি বলেন, ‘আমরা দেখেছি যখনই বিধি-নিষেধ শিথিল করা হয় তখন মানুষ বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও কক্সবাজারে ভ্রমণে যান। এগুলো ম্যালেরিয়াপ্রবণ এলাকা। বৃষ্টি ও বৃষ্টি পরবর্তী সময়ে এসব জায়গায় ম্যালেরিয়া ও ডেঙ্গুর প্রকোপ বেশি থাকবে। তাই আমাদের অনুরোধ থাকবে, ভ্রমণের চিন্তা করলে এই জায়গাগুলো বাদ দিলে ভালো হবে।’

বাংলাদেশের ৯০ থেকে ৯৫ শতাংশ ম্যালেরিয়ার সংক্রমণ বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে হয়ে থাকে উল্লেখ করে তিনি বলেন, চলতি বছরের মে ও জুন মাসে এক হাজার ৫৮৫ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে এক হাজার ২১৫ জন বান্দরবানের বাসিন্দা, রাঙ্গামাটির ২৩৬ জন ও ৩৭ জনের বাড়ি খাগড়াছড়িতে। এক হাজার ৫৮৫ জনের মধ্যে পাঁচ জন ম্যালেরিয়ায় মারা গেছেন।’

দিন দিন ডেঙ্গুর প্রকোপ বাড়ছে জানিয়ে তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় প্রায় ৪৮ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। শুধু জুলাই মাসেই ৪৭৪ জন আক্রান্ত হয়েছেন। জুন মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ৭১ জন।‘

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ায় আহ্বান জানান তিনি। এছাড়া সবাইকে মশারি ব্যবহার করার পাশাপাশি জমে থাকা পানি পরিষ্কার করে ফেলতে বলেন।

Advertisement
Share.

Leave A Reply