fbpx

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুসহ তিন জনের মৃত্যু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রাজধানীর মালিবাগে চৌধুরীপাড়ায় জমে থাকা বৃষ্টির পানির আর্থিং থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবিনা নামের ১০ বছরের এক কন্যা শিশুসহ তিন জনের মৃত্যু হয়েছে।

ওই শিশুকে বাঁচাতে গেলে আরেকটি শিশু ও আরেক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। তাদের মালিবাগ রেলগেট কমিউনিটি হাসপাতালে নেয়া হলে পরে ওই দুজনও মারা যান। আর সাবিনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

০৫ জুন শনিবার দুপুরে রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের পেছনে বৃষ্টি থেমে যাওয়ার পর এ ঘটনা ঘটে।

প্রতক্ষদর্শীরা জানান দুপুরের দিকে বৃষ্টির সময় মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের পেছনে একটি বস্তিতে জমে থাকা পানিতে খেলা করছিলো সাবিনা। জানা যায় সাবিনা পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।

তাদের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপালের পুলিশ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তাদের মরদেহ মর্গে রাখা হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply