fbpx

রাজধানীর আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রাজধানীর কমলাপুরের একটি আবাসিক হোটেল থেকে গতকাল রাতে তরুণ কান্তি সেন নামের এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ জুন) রাত ১১টার দিকে হোটেল আল ফারুকের সপ্তম তলার একটি কক্ষের দরজা ভেঙে ৫১ বছর বয়সী তরুণ কান্তির মৃতদেহ উদ্ধার করা হয়। পরে আজ বুধবার (৯ জুন) ভোরে ময়না তদন্তের জন্য মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. সবুজ আলী এ বিষয়ে আজ সংবাদমাধ্যমকে জানান, খবর পেয়ে তারা রাত ১১টার দিকে হোটেলটির ৭ তলার ৭০১ নম্বর রুম পৌঁছে কোনো সাড়াশব্দ না পেয়ে রুমের দরজা ভেঙে ফেলে। সেখান থেকেই খাটের উপরে পড়ে থাকা অবস্থায় তরুণ কান্তির মৃতদেহ উদ্ধার করা হয়।

এসআই সবুজ আরও জানান, মৃতদেহের কাছ থেকে পাওয়া একটি জাতীয় পরিচয়পত্র থেকে জানা যায়, তার নাম তরুণ কান্তি সেন এবং বাবার নাম উমেষ চন্দ্র সেন। তার বাড়ি চট্টগ্রাম কোতোয়ালি থানার আব্দুস সাত্তার রোডের ১৫ নম্বর এনাম হাউজে।

পুলিশ হোটেলের রেজিস্টার থেকে জানতে পারে, গত সোমবার (৭ জুন) সকালে হোটেলের ৭০১ নম্বর রুমটি ভাড়া নেয় তরুণ কান্তি। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, স্টোক করে তার মৃত্যু হতে পারে। তবে, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত জানা যাবে।

Advertisement
Share.

Leave A Reply