fbpx

রাজশাহী মেডিকেলে করোনায় আরও ১৮ জনের মৃত্যু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রাজশাহীর মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। যা এ পর্যন্ত সর্বোচ্চ। এর আগের দিন ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়।

২৪ জুন বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই ১৮ জনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক।

তিনি জানান, মৃত ১৮ জনের মধ্যে রাজশাহীর ১৩ জন, চাঁপাইনবাবগঞ্জের একজন ও নওগাঁর চারজন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন রাজশাহীর সাতজন ও চাঁপাইনবাবগঞ্জের একজন। উপসর্গে মারা গেছেন রাজশাহীর ছয়জন ও নওগাঁর চারজন। এরা রামেকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি ছিল।

এছাড়া রামেকে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৫৪ জন। করোনা আক্রান্ত হয়ে ১৭২ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ২৩২ জন ভর্তি রয়েছেন।

আর গত ২৪ ঘণ্টায় হাসপাতালের পিসিআর মেশিনে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৫৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আর মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৪৬৬টি নমুনা পরীক্ষায় ১৩০ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। দুই ল্যাবের টেস্টে মোট ১৮৮ জন করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৩ দশমিক ৯৪।

করোনা রোগীদের জন্য হাসপাতালের ১৭ নম্বর ওয়ার্ডটিতে এখন অক্সিজেন সরবরাহ লাইনের কাজ চলছে। কাজ শেষ হলে সেখানেও করোনা রোগীদের ভর্তি নেওয়া হবে।

এ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে চলতি মাসেই মারা গেছেন ২৬৩ জন।

Advertisement
Share.

Leave A Reply