fbpx

রাতে ইউরোপা লিগের ফাইনালে সেভিয়ার প্রতিপক্ষ এএস রোমা!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ইউরোপা লিগে অনেকটা অপ্রতিরোধ্য স্পেনের ক্লাব সেভিয়া। ইউরোপা লিগে এর আগে ছয়বার ফাইনালে উঠে ছয়বারই শিরোপা জিতেছে ক্লাবটি।

নিজেদের রেকর্ড অক্ষুন্ন রেখে সপ্তম শিরোপা জয়ের লক্ষে আজ রাতে ইউরোপা লিগের ফাইনাল খেলতে নাববে ক্লাবটি। তাদের প্রতিপক্ষ ইতালিয়ান ক্লাব এএস রোমা। ম্যাচটি শুরু হবে বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় বাংলাদেশ সময় রাত ১ টায়।

তবে ফাইনালে সেভিয়ার মতই ইউরোপীয় ফাইনাল হারের রেকর্ড নেই এএস রোমা বস হোসে মরিনহোর। দুইটি চ্যাম্পিয়ন্স লিগ সহ মোট পাঁচ ফাইনালের সবকটিই জিতেছে মরিনহো।

নিজের প্রথম মৌসুমেই সিরি আ’র দলটিকে ইউরোপা কনফারেন্স লিগ জেতান পর্তুগিজ কোচ। এই শিরোপা জয়ের মাধ্যমে কাটিয়েছেন রোমার ৬১ বছরের ইউরোপীয়ান শিরোপা খরা। দ্বিতীয় মৌসুমে রোমাকে ইউরোপা লীগ ফাইনালে ওঠান ‘দ্য স্পেশাল ওয়ান’। টানা সাফল্যে রোমা সমর্থকদের হৃদয়েও জায়গা করে নিয়েছেন মরিনহো।

পর্তুগিজ কোচ এএস রোমা ফ্যানদের জন্য জিততে চান ইউরোপা লিগ শিরোপা। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মরিনহো বলেন, ‘আমার কী অর্জন হবে, সেদিকে মনোযোগ দিচ্ছি না।শুধু রোমা ভক্তদের আনন্দিত দেখতে চাই। এটা এমন একটা শহর, যার জনগোষ্ঠী ফুটবলের জন্যই বাঁচে।’

Advertisement
Share.

Leave A Reply