fbpx

রাতে ‘ইউরোপা লিগ’ ফাইনাল : লড়বে ম্যান ইউ-ভিয়ারিয়াল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ইউয়েফা ইউরোপা লিগের ফাইনালে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের বিপক্ষে রাতে মাঠে নামবে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। স্প্যানিশ-ইংলিশের দ্বৈরথ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

এর আগে, শেষ চারের লড়াইয়ে আরেক ইংলিশ ক্লাব আর্সেনালকে ২-১ এগ্রিগেটে পেছনে ফেলে ফাইনালের টিকিট কাটে ইয়েলো সাবমেরিনরা। অন্যদিকে, রোমার মাঠে খেলতে গিয়ে ৩-২ ব্যবধানে হারলেও ওল্ড ট্রাফোর্ডে ৬-২ গোলের বিশাল জয় নিয়ে ৮-৫ গোলের ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালে উঠে রেড ডেভিলরা।

রাতে ‘ইউরোপা লিগ’ ফাইনাল : লড়বে ম্যান ইউ-ভিয়ারিয়াল

ছবি: টুইটার

এ তো গেলো ইউরোপা লিগে দুই দলের ফাইনালে উঠার হিসেব-নিকেশ। রেকর্ডের পাতা ঘাটলে পাওয়া যাবে আরো কিছু চমকপ্রদ তথ্য। মাঠের খেলায় যদিও ম্যান ইউকে এগিয়ে রাখা যায়, কিন্তু দুই দলের আগের ম্যাচগুলোর দিকে তাকালে মাপের পাল্লায় সমান। আগের চার দেখায় একবারও জয় পায়নি ওলে গানার সুলশার। ২০০৫-০৬ ও ২০০৮-০৯ এর চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে দু’দলের চারবারের দেখায় প্রতিবারই গোল শূন্য ড্র হয় ম্যাচ।

ইউয়েফার ক্লাব প্রতিযোগিতায় অষ্টমবারের মতো ফাইনালের মঞ্চে দেখা যাবে ম্যানচেস্টার ইউনাইটেডকে। যা ইংলিশ ক্লাবগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। ম্যান ইউ’র আগে, সবার উপরে রয়েছে লিভারপুল। ১৪ বার ইউয়েফার ফাইনালে খেলেছে ইউরোপিয়ান সার্কিটে সবচাইতে সফল ইংলিশ দল, লিভারপুল। আগের সাত ফাইনালের ৫টিতেই শিরোপা জিতেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। বাকি দুইবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বার্সেলোনার কাছে শিরোপা হাতছাড়া করে রেড ডেভিলস।

রাতে ‘ইউরোপা লিগ’ ফাইনাল : লড়বে ম্যান ইউ-ভিয়ারিয়াল

ছবি: টুইটার

আর ভিয়ারিয়ালের দিকে তাকালে এ ম্যাচটি তাদের জন্য একটু ভিন্ন রকমের। কারণ ইউরোপিয়ান কোন লিগে প্রথমবারের মতো ফাইনালে খেলবে দলটি। ভিয়ারিয়াল সবশেষ লা লিগায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলে হারের হতাশা নিয়ে মাঠ ছাড়ে। ইয়েলো সাবমেরিনরা হয়তো সে হতাশা কাটানোর মঞ্চ হিসেবেই চাইবে ইউরো লিগের ফাইনালটা রাঙাতে। ইতিহাসও অনেকটা সেই কথাই বলে। এখন পর্যন্ত ফাইনালে ইংলিশ ক্লাবগুলোকে ৯ বার হারিয়ে শিরোপা জয় করেছে স্প্যানিশ ক্লাবগুলো।

রাতে ‘ইউরোপা লিগ’ ফাইনাল : লড়বে ম্যান ইউ-ভিয়ারিয়াল

ছবি: টুইটার

অভিজ্ঞতা ও মাঠের পারফর্ম্যান্সে এগিয়ে থাকবে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে উনাই এমেরির শিষ্যদের বর্তমান পারফর্ম্যান্স ও স্প্যানিশ আধিপত্য দুই বিচারেই ফাইনালে ভিয়ারিয়ালকে এতোটুকু খাটো করে দেখার সুযোগ নেই। ইউরোপা লিগের ফাইনালের ভেন্যু পোল্যান্ডর গোদেনস্কের স্টাদিও মিয়েস্কিতেই উত্তর মিলবে সেরার আসনে কে? ইংলিশ জায়ান্ট নাকি প্রথমবারের মতো ফাইনাল খেলা ভিয়ারিয়াল।

Advertisement
Share.

Leave A Reply