fbpx

রাতে এফএ কাপের ফাইনালে মুখোমুখি দুই ম্যানচেস্টার!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিশ্বের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট এফএ কাপের ফাইনালে মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। ১৪২ তম ফাইনাল ঘিরে ফুটবল পাড়ায় বেশ ভালোই উত্তেজনার আভাস পাওয়া যাচ্ছে। ম্যানচেস্টার ডার্বিতে কেউ কাউকে বিন্দু পরিমাণ ছাড় দিতে নারাজ।

ফাইনালের আগে দুই দলের কোচ ও প্লেয়ারদের কথার লড়াইটাও জমেছে বেশ। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮ টায় মুখোমুখি হবে দুই দল।

এফএ কাপ জিতলেই পেপ গার্দিওলার সিটি ইতিহাসের দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে ট্রেবলের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে। ইংলিশ ক্লাবগুলোর মধ্যে একমাত্র ম্যানচেস্টার ইউনাইটেডের রয়েছে এই কৃতিত্ব। ১৯৯৯ সালে ফার্গুসনের হাত ধরে এই রেকর্ড গড়েছিল ম্যান ইউ।

এফএ কাপের ফাইনালে ওঠার পরেই ম্যানইউ কোচ এরিক টেন হাগ ঘোষণা দিয়েছিলেন, ট্রেবলের কীর্তিতে কাউকে ভাগ বসাতে দেবেন না। ডাচ কোচ ক্লাবের রেকর্ড অক্ষুন্ন রাখতে যে কোনো মূল্যে এফএ কাপ জিততে চান।

ম্যান ইউ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ সিটিকে হুমকি দিয়ে রেখেছেন। সংবাদ সম্মেলনে ব্রুনো বলেন, আমাদের ক্লাবের ইতিহাসটা (ট্রেবল) আমাদের খুব ভালো ভাবেই জানা আছে। আমাদের সমর্থকরা চান না সিটিও তেমন কিছু করুক। আমাদের খেলোয়াড়দের জন্য ট্রফি উঁচিয়ে ধরাই প্রধান লক্ষ্য।

এ মৌসুমে দুরন্ত ফুটবল খেলছে সিটি। প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত করেছে। আজ ম্যানইউর বিপক্ষে এফএ কাপের ফাইনাল ও ১০ জুন ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালও খেলবে গার্দিওলার শিষ্যরা।

অক্টোবরে ম্যানচেস্টার সিটির কাছে ইউনাইটেড হেরেছিল ৬-৩ গোলে। আবার জানুয়ারিতে সেই হারের প্রতিশোধ নিয়ে সিটিকে ২-১ গোলে হারিয়েছে ম্যান ইউ। আজ রাতের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই প্রত্যাশা করছে ফুটবল ভক্তরা।

Advertisement
Share.

Leave A Reply