fbpx

রাতে নামছে বায়ার্ন-রিয়াল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল ফিক্সচার নিয়ে আলোচনার লাগাম টেনে শনিবারই (২০ মার্চ) মাঠে নামবে বায়ার্ন-রিয়াল। রাত সাড়ে আটটায় আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্নের প্রতিপক্ষ স্টুটগার্ট। স্পেনে অ্যাওয়ে রিয়াল মাদ্রিদের সাথে খেলবে সেল্তা ভিগো।

চলতি মৌসুমে পঁচিশ ম্যাচে চুয়াত্তর গোল করেছে বায়ার্ন, সাথে যোগ হয়েছে অপ্রতিরোধ্য ফর্ম। নিঃসন্দেহে স্টুটগার্টের বিপক্ষে ফেভারিট বাভারিয়ানরাই। লিগ টেবিলের শীর্ষে থাকা বায়ার্নের পয়েন্ট ৫৮, ম্যাচ জিতলে দুইয়ে থাকা লাইপজিগের চেয়ে চার পয়েন্ট এগিয়ে থাকবে হানসি ফ্লিকের দল। কম যাচ্ছে না স্টুটগার্টও, শেষ পাঁচ ম্যাচ অপরাজিত, টেবিলের আটে; বায়ার্নের সমান ম্যাচে পয়েন্ট ৩৬।

বুন্দেসলিগার আরেক ম্যাচে কোলনের মাঠে খেলতে যাবেন বরুশিয়া ডর্টমুন্ড। দুই দলের লক্ষ্যটাও এখন দুই রকম। চ্যাম্পিয়নস লিগের দৌড়ে এগিয়ে যাওয়ার মিশনে বরুশিয়া, রেলিগেশনের শঙ্কায় কোলন। ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে ডর্ট্মুন্ড, চারে থাকা ফ্রাংফুর্টের সাথে পার্থক্য দুই পয়েন্ট । অন্যদিকে, লিগে নিজেদের শেষ পাঁচ ম্যাচে মাত্র এক পয়েন্ট পাওয়া কোলন টেবিলের চোদ্দতে।

ইংলিশ লিগে শনিবার একটাই ম্যাচ। ব্রাইটনের বিপক্ষে নামবে নিউক্যাসল ইউনাইটেড। ম্যাগপাইরা ২৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের সতেরোতে, সমান ম্যাচে এক পয়েন্ট বেশি ব্রাইটনের। টেবিলের নিচের দিকে থাকলেও দুই দলের জন্যই লড়াইটা বাঁচা মরার। নিউক্যাসলের সাথে এ পর্যন্ত সাত দেখায় আনবিটেন ব্রাইটন। ম্যাচ শুরু রাত দুইটায়।

রাতে নামছে বায়ার্ন-রিয়াল

ছবি: সংগৃহীত

একই সময়ে স্পেনে দুই ম্যাচ, রিয়াল আর সেভিয়ার। সেল্তা ভিগোর বিপক্ষে জিতলে, বার্সাকে টপকে টেবিলের দুইয়ে উঠে যাবে রিয়াল মাদ্রিদ। লিগে শেষ সাত ম্যাচ অপরাজিত জিদানের দল, শেষ নয় অ্যাওয়ে ম্যাচেও আনবিটেন রিয়াল মাদ্রিদ। ম্যাচটা সেল্তার মাঠে। টেবিলের চারে থেকে চ্যাম্পিয়ন্স লিগের দৌড়ে বেশ ভালভাবেই টিকে আছে সেভিয়া। ষোলতে থাকা ভায়াদোলিদকে হারালে, চার নম্বর জায়গাটা আরেকটু শক্ত করতে পারবে পঁচাত্তর বছর আগে লা লিগে জেতা সেভিয়া।

Advertisement
Share.

Leave A Reply