fbpx

রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে শপিং মল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রবিবার থেকেই রাজধানীতে বিপনীবিতান ও দোকানপাট রাত ৯ টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

২৮শে এপ্রিল লকডাউন শেষ হবার তিনদিন আগেই সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিংমল খোলা রাখা যাবে বলে জানিয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগ।

রবিবার থেকেই বিকেল ৫ টার পরিবর্তে রাত ৯ টা পর্যন্ত দোকান ও শপিং মল খোলা রাখার নির্দেশনা পেয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

এ বিষয়ে পুলিশের অতিরিক্ত কমিশনার মো মুনিবুর রহমান বলেন, ‘সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত যে সিদ্ধান্ত ছিল, তা পরিবর্তন হয়ে রবিবার থেকেই রাত ৯টা পর্যন্ত বর্ধিত করা হয়েছে। চলমান বিধিনিষেধের সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর ২৯শে এপ্রিল থেকে গণপরিবহনও চালু হচ্ছে।‘

এদিকে লকডাউনের মেয়াদ ২৮শে এপ্রিলের পর আর বৃদ্ধি করার সম্ভাবনা নেই বলে ইতোমধ্যেই ইঙ্গিত দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

Advertisement
Share.

Leave A Reply