fbpx

রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখতে চায় ব্যবসায়ীরা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আগামী ১৫ নভেম্বর থেকে রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি। শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি তুলে ধরেন সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।

সংবাদ সম্মেলনে হেলাল উদ্দিন বলেন, ‘জ্বালানি সঙ্কটের কারণে বিদ্যুতের উৎপাদন ব্যাহত হওয়ায় রাত ৮টার পর দোকানপাট বন্ধ করার ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশ দিয়েছিল সরকার। দোকান মালিকরা সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করলেও অন্যদের ক্ষেত্রে তেমনটি দেখা যাচ্ছে না।’

‘নভেম্বর মাস থেকে আমাদের শীতকালীন ব্যবসা শুরু হবে। আমরা কোনো ক্রমেই এই শীতকালীন ব্যবসা হারাতে চাই না। শীতকালীন ব্যবসা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে না পারলে আমরা কোনোভাবেই টিকে থাকতে পারব না। তাই দোকান বন্ধের সময়সীমা রাত ৯টা পর্যন্ত করা অত্যন্ত জরুরি। অন্যথায় লাখ লাখ ব্যবসায়ী আবারও পুঁজি হারিয়ে পথে বসবে’-জানান তিনি।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে দোকান মালিক সমিতির নেতারা।

দোকান মালিক সমিতির সভাপতি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা এ বিষয়ে আকুল আবেদন  জানাচ্ছি, যেন আগামী ১৫ নভেম্বর থেকে দোকানপাট সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত বাড়িয়ে নতুন সূচি দেওয়া হয়।’

Advertisement
Share.

Leave A Reply