fbpx

রামপুরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, চালকের সহকারী আটক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সোমবার রাতে রাজধানীর রামপুরায় বাস চাপায় নিহত হন এসএসসি পরীক্ষার্থী মাইনুদ্দিন ইসলাম দুর্জয়। এ ঘটনার প্রতিবাদে এবং নিরাপদ সড়ক আন্দোলনের দাবিতে মঙ্গলবার সকাল থেকে রামপুরায় বিক্ষোভ করছে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। তারা সড়ক অবরোধ করে মানববন্ধন করলে মালিবাগ থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।

মানববন্ধনে অংশ নেয় নিহত শিক্ষার্থী মাইনুদ্দিনের শিক্ষা প্রতিষ্ঠান একরামুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ, বিএএফ শাহীন কলেজ, ইম্পেরিয়াল কলেজসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বিক্ষোভে শিক্ষার্থীরা এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি করে। এছাড়া নিরাপদ সড়ক নিশ্চিত করা এবং গণপরিবহনে হাফ পাস কার্যকর করার দাবিও জানায় তারা।

সোমবার রাতে রাস্তা পার হবার সময় অনাবিল বাসের চাপায় প্রাণ যায় মাইনুদ্দিন ইসলামের। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। বাস চাপায় স্কুল ছাত্র নিহত হবার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিক্ষুব্ধ জনতা ৮ থেকে ৯টি বাসে আগুন ধরিয়ে দেয় এবং বিক্ষোভ প্রদর্শন করে।

মাইনুদ্দিনকে চাপা দেওয়া অনাবিল বাসের চালকের সহকারী চান মিয়াকে রাজধানীর সায়েদাবাদ থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

Advertisement
Share.

Leave A Reply