fbpx

রাশিয়ায় বাড়ছে করোনার সংক্রমণ, মস্কোতে আংশিক লকডাউন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রাশিয়ায় আবার বেড়েছে করোনার প্রাদুর্ভাব। গেল ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছে রেকর্ড ১ হাজার ১৫৯ জন। নতুন করে শনাক্ত হয়েছে ৪০ হাজারেরও বেশি রোগী।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী মস্কোর স্কুল, দোকান, রেস্টুরেন্ট বন্ধ ঘোষণা করে আংশিক লকডাউন দেয়া হয়েছে। তবে জরুরি ও নিত্য প্রয়োজনীয় জিনিস-পত্রের দোকান ও ওষুধের দোকান খোলা থাকবে।

সংক্রমণ রোধে শনিবার থেকে ৯ দিনের জন্য কর্মীদের বাইরে না যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

নিজেদের তৈরি স্পুটনিক ভি ভ্যাকসিন নিয়ে বেশ আশাবাদী ছিল রাশিয়া। তবে দেশটিতে ভ্যাকসিন গ্রহণের বিষয়ে উদাসীন নাগরিকরা। এখন পর্যন্ত মাত্র ৩২ শাতাংশ মানুষ দুই ডোজ ভ্যাকসিন নিয়েছে।

এর আগে গেল বছর মে-জুনে করোনা রোধে কড়া লকডাউনে গিয়েছিল দেশটি। রাশিয়াতে এ পর্যন্ত ভাইরাসটিতে প্রাণ হারিয়েছেন ২ লাখ ৩০ হাজার মানুষ। ইউরোপীয় দেশের মধ্যে রাশিয়াতেই সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply