fbpx

রাশিয়ায় বিস্ফোরক কারখানায় বিস্ফোরণ, নিহত ১৬

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রাশিয়ায় একটি বিস্ফোরকের কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই বিস্ফোরণে ১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির বার্তাসংস্থা তাস।

বার্তাসংস্থাটি জানায়, শুক্রবার (২২ অক্টোবর) রাজধানী মস্কো থেকে মাত্র ৩০০ কিলোমিটার দূরে দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ রায়াজানে এই ঘটনা ঘটে বলে ওই কারখানার ওয়েবসাইটে জানানো হয়েছে। কারখানাটি শিল্প বিস্ফোরক উৎপাদন করে।

জানা যায়, বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল, যার ফলে কারখানাটি প্রায় সম্পূর্ণই ভেঙ্গে পড়েছে। এছাড়া, ওই কারখানার আশপাশের ভবনের দেওয়ালও ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাশিয়ায় বিস্ফোরক কারখানায় বিস্ফোরণ, নিহত ১৬

বিস্ফোরণটি শক্তিশালী হওয়ায় কারখানাটি প্রায় সম্পূর্ণই ভেঙে পড়েছে। ছবি: রয়টার্স

দেশটির জরুরি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, তারা স্থানীয় সময় ৮টা ২২ মিনিটে প্রথম কারখানায় আগুন ছড়িয়ে পড়ার খবর পায়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওই এলাকায় ১৭০ জনের বেশি উদ্ধারকর্মী পাঠানো হয়েছে।

এর আগে স্থানীয় প্রশাসনের প্রধান বার্তাসংস্থা তাস’কে জানায়, অগ্নিকাণ্ডের সময় কারখানার ওয়ার্কশপের ভিতরে ১৭ জন ছিলেন। ঝুঁকিপূর্ণ কর্মপরিবেশ এবং নিরাপত্তা ব্যবস্থা না থাকার ফলে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় প্রশাসনের বিবৃতিতে বলা হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply