fbpx

রাশিয়ায় সামরিক যুদ্ধবিমান বিধ্বস্ত: নিহত ১৩

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর ইয়েস্কের আবাসিক এলাকায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত ১৩ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনটি শিশু রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি দিয়েছে এ খবর।

প্রতিবেদনে বলা হয়, বিমান বিধ্বস্ত হওয়ার পর একটি অ্যাপার্টমেন্ট ব্লকে আগুন লেগে যায়। নয় তলা ভবনটি থেকে ৬৪ জনকে উদ্ধার করা হয়েছে। কাছের একটি স্কুল থেকে সবাইকে সরিয়ে নেয়া হয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় একটি প্রশিক্ষণ ফ্লাইট চলাকালীন এসইউ-৩৪ বোমারু বিমানটির একটি ইঞ্জিনে আগুন ধরে যায়।

বিধ্বস্ত হওয়ার আগেই বিমানের পাইলটরা বের হয়ে যেতে পেরেছেন বলে মন্ত্রণালয় জানিয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, “বিমানটির পাইলটদের একটি প্রতিবেদন অনুযায়ী, বিমানটি উড্ডয়নের সময় একটি ইঞ্জিনে আগুন লেগে যাওয়ার কারণে এটি বিধ্বস্ত হয়েছে।”

“এক পর্যায়ে এসইউ-৩৪ বিমানটি একটি আবাসিক অ্যাপার্টমেন্ট ব্লকের উঠানে ভূপাতিত হয় এবং বিমানের জ্বালানিতে আগুন ধরে যায়।”

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, বহুতল ভবনের পাঁচটি তলা আগুনে ভস্মীভূত হয়ে গেছে।

ক্রেমলিন থেকে দেশটির জাতীয় এবং আঞ্চলিক কর্তৃপক্ষকে ইয়েস্কের কেন্দ্রে এই অগ্নিকাণ্ডের শিকারদের জন্য “প্রয়োজনীয় সব ধরনের সহায়তার” নির্দেশ দেয়া হয়েছে এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের একটি সংকটকেন্দ্র সমন্বয়ের জন্য সেখানে পাঠানো হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply