fbpx

রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে পাল্টা জবাব দিবে নেটো : জো বাইডেন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ইউক্রেন যুদ্ধে রাশিয়া যদি রাসায়নিক অস্ত্র ব্যবহার করে তবে পশ্চিমা সামরিক জোট তার উপযুক্ত জবাব দেবে বলে হুশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পশ্চিমা সামরিক জোট নেটোর সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

রাশিয়াকে প্রধান অর্থনীতি সমৃদ্ধ ২০ জাতিগোষ্ঠীর থেকে সরিয়ে ফেলার আহ্বান জানান প্রেসিডেন্ট বাইডেন। সেই সাথে ইউক্রেনকে জি-টুয়েন্টি বৈঠকে যোগ দিতে দেয়া উচিত বলেই মনে করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্টের দাবি, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে নেটো জোট যেভাবে এক্যবদ্ধ হয়েছে, তা আগে কখনও হয়নি।

ইউক্রেনে যুদ্ধে ক্ষতিগ্রস্ত লাখো মানুষের মানবিক সাহায্যের জন্য একশ কোটি ডলারেও বেশি সাহায্য দেয়ার প্রতিশ্রুতি দেন তিনি। সেই সাথে রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ শুধু অব্যহত নয়, আরও বাড়ানো হবে বলেও জানান তিনি।

বেলজিয়াম সফর শেষ করে শুক্রবার ইউক্রেনের প্রতিবেশি দেশ পোল্যান্ড সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

Advertisement
Share.

Leave A Reply