fbpx

রাষ্ট্রদূতেরা সীমা অতিক্রম করলে ব্যবস্থা নেওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, বিদেশি রাষ্ট্রদূতেরা যদি তাদের কাজের সীমারেখা অতিক্রম করে তবে সরকার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য হবে।

আজ সোমবার (৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাপানের রাষ্ট্রদূত ইয়ামা কিমিনোরির বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক এবং প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল কি না, প্রশ্নের জবাবে শাহরিয়ার আলম এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আজ থেকে মাসছয়েক আগে একটা ফেইস গেছে; যদি কেউ আবোরো কোনো দেশের রাষ্ট্রদূত সে ধরনের কর্মকাণ্ডে জড়িত হন, তবে আমরা মনে করব তারা তাদের বাউন্ডারি লাইনকে ক্রস করে ফেলছে, আমরা অবশ্যই সেটাকে আমলে নিয়ে ব্যবস্থা নেব।

রোববার (৪ জুন) জাপানের রাষ্ট্রদূত গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে বৃহস্পতিবার তিনি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে তার দফতরে দেখা করেন। এ সময় জাপানের রাষ্ট্রদূত আগামী জাতীয় নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সিইসির কাছে জানতে চান।

Advertisement
Share.

Leave A Reply