fbpx

‘রাঢ়াঙ’ নাটকের ২০০তম মঞ্চায়ন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আরণ্যক নাট্যদলের নাটক ‘রাঢ়াঙ’ ২০০৪ সালের ২ সেপ্টেম্বর প্রথম মঞ্চস্থ হয়। শুক্রবার(১৮ নভেম্বর) ঢাকার মঞ্চে হতে যাচ্ছে নাটকটির ২০০তম প্রদর্শনী। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন মামুনুর রশীদ।

বৃহস্পতিবার(১৭ নভেম্বর) সন্ধ্যায় ছিল ‘রাঢ়াঙ’–এর ১৯৯তম মঞ্চায়ন। বাংলাদেশ শিল্পকলা  একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তন মঞ্চে নাটকটিতে অভিনয় করেন। ‘রাঢ়াঙ’ আরণ্যকের ৪০তম প্রযোজনা।

সাঁওতালি শব্দ রাঢ়াঙ মানে দূরাগত মাদলের ধ্বনিতে জেগে ওঠার আহ্বান। ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন সাঁওতালরা। ১৯৪৯ সালে নাচোলের বিদ্রোহে পরাজিত হওয়ার পর থেকে তাদের ওপর চলতে থাকে নানা অত্যাচার। বারবার তাদের অভিবাসনের কাহিনি নিয়েই ‘রাঢ়াঙ’ নাটকের গল্প।

বিশেষ দুটি প্রদর্শনীতে চঞ্চল চৌধুরী, আ খ ম হাসান ছাড়াও পাওয়া যাবে টেলিভিশন নাটকের বেশ কয়েকটি জনপ্রিয় মুখ, দলটির শুরুর দিকের অভিনয়শিল্পীদের। আরও রয়েছে সুজাত শিমুল, অপু মেহেদী, নিকিতা নন্দিনী, শামীমা শওকত, রুবলী চৌধুরী, সাজ্জাদ সাজু, ঊর্মি হোসেন, কামরুল হাসান, বাপ্পাদিত্য চৌধুরী, দিলু মজুমদার, সাঈদ সুমন, পার্থ চ্যাটার্জি প্রমুখ।

Advertisement
Share.

Leave A Reply