fbpx

রিজুর বিজ্ঞাপনে নাইরুজ সিফাত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নতুন বিজ্ঞাপনচিত্র নির্মাণ করছেন চলচ্চিত্র নির্মাতা রিয়াজুল রিজু। এতে মডেল হয়েছেন নাইরুজ সিফাত।

রিজু জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হয় জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ। এর আওতায় নারীদের তথ্য প্রযুক্তিতে উন্নয়নে অনুপ্রাণিত করতে নির্মিত হচ্ছে এই বিজ্ঞাপনচিত্র।

এতে প্রধান নারী চরিত্রে দেখা যাবে অভিনেত্রী নাইরুজ সিফাতকে। ১ মার্চ থেকে টিভিসিটির শুটিং শুরু হয়েছে রাজধানীর উত্তরায়।

রিজু আরও জানান, নানা বিষয়ের পাশাপাশি দেশের নারীরা প্রযুক্তিগত কাজ ঘরে বসে করে অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে পারে, উদ্যোক্তা হয়ে উঠে বিকশিত এবং নিজেদের দক্ষ হিসেবে, সেটাই এই বিজ্ঞাপনচিত্রে উঠে আসবে। সেইসঙ্গে একজন নারীর দক্ষতা বিকাশ ও ক্ষমতায়নে পরিবারের ভূমিকা নিয়েও বার্তা থাকবে।

রিজুর বিজ্ঞাপনে নাইরুজ সিফাতনারী উদ্যোক্তা ও ক্ষমতায়ন বিভাগের কনসেপ্টের উপর বিজ্ঞাপনচিত্রটির চিত্রনাট্য করেছেন লিমন আহমেদ।

কারুকাজের ব্যানারে নির্মিত এই বিজ্ঞাপনে আরও অভিনয় করেছেন হান্নান শেলী, জিনিয়া জেনি, মেহেদি আকাশ, সি এফ জামান। মেহেদি রনির চিত্রগ্রহণে এতে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করছেন আমিনুল ইসলাম শাওন।

নাইরুজ সিফাত বিজ্ঞাপনে কাজ করা প্রসঙ্গে বলেন, ‌‘একটি চমৎকার কনসেপ্ট নিয়ে টিভিসিটি নির্মাণ করা হচ্ছে। রিয়াজুল রিজু ভাই মেধাবী একজন পরিচালক। তার সঙ্গে সিনেমাতেও কাজের অভিজ্ঞতা হয়েছে। টিভিসিতে কাজ করতে এসে নতুনভাবে তাকে দেখছি। এখানে আমাকে দর্শক একজন ওয়েব ডিজাইনার চরিত্রে দেখবেন। যে নারী নানা প্রতিবন্ধকতাকে জয় করে একজন উদ্যোক্তা হিসেবে সফল হয়েছে। দেশে নারীর ক্ষমতায়নে ভূমিকা রেখেছে।’

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ সমগ্র বাংলাদেশে নারী দক্ষতা সমৃদ্ধ করতে নানান ধরনের কর্মসূচি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে। যা আগামীর সুন্দর স্বনির্ভর বাংলাদেশ গড়তে দৃঢ় ভূমিকা রাখবে।

পরিচালক রিয়াজুল রিজু জানান, শিগগিরই বিজ্ঞাপনটি দেশের বিভিন্ন টিভি চ্যানেলসহ নানা প্রচারমাধ্যমে প্রচার হবে।

Advertisement
Share.

Leave A Reply