fbpx

রূপসজ্জাকর আব্দুর রহমান মারা গেছেন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

জাতীয় পুরস্কারপ্রাপ্ত রূপসজ্জাকর আব্দুর রহমান মারা গেছেন। ২২ নভেম্বর সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। হাসপাতালের ডাক্তার জানিয়েছেন রহমান স্ট্রোক করেছিলেন।

শিল্পীর ভাগিনা আব্দুল হালিম বিবিএস বাংলাকে এই তথ্য জানান। তিনি আরও জানান, আজ মঙ্গলবার বাদ জোহর কামরাঙ্গীর চরের বাদশাহ মিয়া স্কুলে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

রূপসজ্জাকর আব্দুর রহমান মারা গেছেন১৯৭৬ সালে এ জে মিন্টুর ‘মিন্টু আমার নাম’ ক্যারিয়ার শুরু করেছিলেন। এরপর বাংলাদেশের প্রায় সব পরিচালকের ছবিতেই কাজ করেছেন। নারায়ণ ঘোষ মিতা, তানভীর মোকাম্মেল, মোরশেদুল ইসলাম, হুমায়ূন আহমেদ, এফ আই মানিক, সোহানুর রহমান সোহান কারো ছবিই বাদ যায়নি!
তিন শতাধিক ছবির মেকআপ শিল্পী হিসেবে কাজ করেছেন তিনি। দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন গৌতম ঘোষের ‘মনের মানুষ’ ও মাসুদ পথিকের ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ ছবির জন্য।

ব্যক্তি জীবনে আব্দুর রহমান বিয়ে করেননি। তিন ভাই-বোনের মধ্যে আব্দুর রহমান মেজো। ১৯৬৪ সালের ২২ জুলাই ভারতের আসাম রাজ্যে জন্মগ্রহণ করেন। দেশভাগের পর পরিবারের সঙ্গে চলে আসেন বাংলাদেশে। রহমানের বয়স তখন চার বছর।

Advertisement
Share.

Leave A Reply