fbpx

রোম সিটি নির্বাচনে ৯ বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী লড়ছেন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ইতালির রাজধানী রোমের সিটি নির্বাচনে এবার কমপক্ষে ৯ জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে রোমে ৭ জন, মিলানোয় ১ জন ও নাপলিতে ১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আজ রবিবার (৩ অক্টোবর) প্রথম দিনে ভোট গ্রহণ চলবে সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত। দ্বিতীয় দিনে আগামীকাল সোমবার (৪ অক্টোবর) ভোট গ্রহণ চলবে সকাল ৭টা থেকে দুপুর ৩টা পর্যন্ত।

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান এ বিষয়ে জানান, এবারের রোম সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে নারীসহ বেশ কয়েকজন বাংলাদেশি-ইতালিয়ান অংশগ্রহণ করছেন। বাংলাদেশ বংশোদ্ভূত ইতালিয়ানরা মূলধারার এ রাজনীতিতে বেশি সংখ্যায় অংশগ্রহণ করলে স্থানীয় ও জাতীয় রাজনীতিতে তাদের গুরুত্ব ও প্রভাব বাড়বে বলে আশাবাদী তিনি।

নির্বাচনকে কেন্দ্র করে ইতালির বাংলাদেশি কম্যুনিটিতে গত কয়েক সপ্তাহ ধরে চলছে নির্বাচনী উৎসব। ১৯৯৩ সালে ইতালির স্থানীয় নির্বাচনে বাংলাদেশিদের অভিষেক হলেও এ বছরই প্রথম এত বেশি বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী একসাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

১৯৯৩ সালে রোমের সিটি নির্বাচনে প্রথমবারের মতো বাংলাদেশি বংশোদ্ভূত লুৎফর রহমান নামের একজন ভেরদি পার্টি থেকে নির্বাচন করেছিলেন। এরপর ভেনিস পালেরমোসহ আরো কয়েকটি শহরের স্থানীয় নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীরা অংশগ্রহণ করেন। এর মধ্যে গত বছর ভেনিসের সিটি নির্বাচনে একজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচিত হন।

Advertisement
Share.

Leave A Reply