fbpx

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা ভারতের

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাংলাদেশের ভূখন্ডে রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসা করেছে ভারত। বছরের পর বছর ধরে মানবিক বোঝা বহন করার জন্য বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেয়া উচিত বলেও মনে করেন জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনের কাউন্সিলর আর মধু সুদন।

নিউইয়র্কে স্থানীয় সময় মঙ্গলবার মিয়ানমার ইস্যুতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বার্তা সংস্থা এএনআই-এর বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এই খবর প্রকাশ করেছে।

ভারতীয় মিশনের কাউন্সিলর মধু সুদন বলেন, ‘কয়েক লাখ বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিজ ভূখণ্ডে আশ্রয় দেয়ায় আমরা বাংলাদেশের প্রশংসা করছি। আমরা বিশ্বাস করি, বাংলাদেশ বছরের পর বছর মানবিক কারণে যে বোঝা বহন করছে তার জন্য দেশটিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেয়া উচিত। আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও গভীরভাবে বাংলাদেশের এমন কঠিন অবস্থা বোঝা উচিত।’

তিনি আরও বলেন, ‘আশ্রয় শিবিরে রোহিঙ্গাদের জীবনমান বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সেখানে আরও বেশি বেশি সহায়তা পাঠানো উচিত। ক্যাম্পে উগ্রবাদী গোষ্ঠীর দমন ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরালো করা দরকার।’

এ সময় এই রাষ্ট্রদূত মিয়ানমার ও বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘ সীমান্ত রয়েছে উল্লেখ করে বলেন, ‘প্রতিবেশী মিয়ানমারে যে কোনো ধরনের অস্থিতিশীলতা সরাসরি ভারতকে প্রভাবিত করে। মানবিক পরিস্থিতির অবনতি এবং সহিংসতার ঘটনায় মিয়ানমার থেকে এখনও লাখো রোহিঙ্গা আমাদের সীমান্তমুখী হচ্ছেন।’

Advertisement
Share.

Leave A Reply