fbpx

রোহিঙ্গা ক্যাম্পে হাসপাতালে আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের একটি হাসপাতালে আগুন লেগে প্রায় ৭০ টি বেড, ফ্রিজ, অক্সিজেন সিলিন্ডার পুড়ে গেছে। এ অগ্নিকাণ্ডে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

গতকাল ২ জানুয়ারি (রবিবার) রাতে ২০নং রোহিঙ্গা ক্যাম্পের হাসপাতালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে  ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে আনে।

হাসপাতালটির আগুন লেগে যাওয়া সেন্টারে চারজন করোনা, দুজন ডেঙ্গুরোগী ও চারজন অ্যাটেনডেন্টসহ ১০-১২ জন অবস্থান করছিলেন। অগ্নিকাণ্ডের সঙ্গে সঙ্গে তারা বের হয়ে আসে। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

অগ্নিকাণ্ডে আইসোলেশন সেন্টারের ৬০-৭০টি বেড, একটি ফ্রিজ, তিনটি অক্সিজেন সিলিন্ডারের ক্ষতি হয়েছে। এতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১৪- (এপিবিএন) পুলিশ সুপার (এসপি) নাইমুল হক।

আর ফায়ার সার্ভিস সূত্র বলছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের চূড়ান্ত কারণ অনুসন্ধান করছে ফায়ার সার্ভিমের কর্মীরা।

Advertisement
Share.

Leave A Reply